এজাইল ১ টেক এর পক্ষ থেকে ভার্জিনিয়ায় হ্যান্ড সেনিটাইজার বিতরন
 
 সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ মে ২০২০, ৯:৩১ পূর্বাহ্ণডেস্ক রিপোর্ট : এজাইল ১ টেক সিইও জাহিদ হোসাইন ও শেখ সেলিম’র উদ্যোগে ভার্জিনিয়া আর্লিংটনের লী হাইওয়ে বাংলা বাজার গ্রোসারির সন্মূখে হ্যান্ড সেনিটাইজার, গ্লাভস, মাস্ক বিতরন করা হয়।
 হ্যান্ড সেনিটাইজার, গ্লাভস, মাস্ক বিতরনেই সময় জাহিদ হোসাইন জানান, এজাইল ১ টেক এর উদ্যোগে ইতিমধ্যে অনেক জায়গায় করোনা ভাইরাস প্রয়োজনীয় সামগ্রী বিতরণ কর হয়। কিন্তু কখনো সামাজিক যোগাযোগের মধ্যেমে তা প্রকাশ করা হয় নাই। এই প্রথম উন্মুক্ত ভাবে কিছু হ্যান্ড সেনিটাইজার, গ্লাভস, মাস্ক বিতরন করা হল। তিনি বলেন, ভবিষ্যতে আরো সাহায্য করার ইচ্ছা আছে। যদি কারো কোনো সাহায্য লাগে দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন।
হ্যান্ড সেনিটাইজার, গ্লাভস, মাস্ক বিতরনেই সময় জাহিদ হোসাইন জানান, এজাইল ১ টেক এর উদ্যোগে ইতিমধ্যে অনেক জায়গায় করোনা ভাইরাস প্রয়োজনীয় সামগ্রী বিতরণ কর হয়। কিন্তু কখনো সামাজিক যোগাযোগের মধ্যেমে তা প্রকাশ করা হয় নাই। এই প্রথম উন্মুক্ত ভাবে কিছু হ্যান্ড সেনিটাইজার, গ্লাভস, মাস্ক বিতরন করা হল। তিনি বলেন, ভবিষ্যতে আরো সাহায্য করার ইচ্ছা আছে। যদি কারো কোনো সাহায্য লাগে দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন।
এ সময় অন্নান্যদের মধ্যে উপস্থিত ছিলেন করিম সালাউদ্দিন, নুরুল আমিন নুরু , এম নবী বাকী, রফিকুল ইসলাম প্রমুখ । বিজ্ঞপ্তি . . . . . . . . .






