“দুঃখ প্রকাশ” করলেও ক্ষমা চায়নি ফুলকলি!

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২০, ১১:১২ অপরাহ্ণ“দুঃখ প্রকাশ” করলেও ক্ষমা চায় নি ফুলকলি !!!
বয়কটের ডাক আসার দুই ঘন্টার মধ্যে দুঃখপ্রকাশ করলেও প্রবাসীদের কাছে ক্ষমা চায় নি ফুলকলি কর্তৃপক্ষ। যা বিস্মিত করেছে সিলেটের লক্ষ কোটি প্রবাসীকে !!
আজ সকালে মিষ্টি ও ফাস্টফুড উৎপাদনকারী “ফুলকলি” কে বয়কটের ডাক আসে সোস্যাল মিডিয়ায়। এর দুই ঘন্টা পরই ফুলকলি কর্তৃপক্ষ
তাদের নামীয় ফেইসবুক পেইজে দুঃখপ্রকাশ করে একটি পোষ্ট করে কিন্তু তারা প্রবাসীদের কাছে এনিয়ে ক্ষমা চায় নি !!!
ফুলকলি কর্তৃপক্ষের উচিত ছিলো,
শুধু দুঃখপ্রকাশ নয় প্রবাসীদের কাছে ক্ষমা চাওয়া এবং গোলাপগঞ্জের ওই ফুলকলি ব্রাঞ্চকে বন্ধ করে দেয়া।
সাংবাদিকঃ Sufian Bin Hussain এর ফেইসবুক হতে সংগৃহীত . . . . . . . . .