বিতর্কিত পেনাল্টিতে পয়েন্ট ভাগাভাগি দুই মাদ্রিদের: আড়ালে বার্সার হাসি

সিকডে
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৫:১২ অপরাহ্ণইউরোপের ফুটবল মিডিয়া কয়েকদিন ধরে এমনিতেই গরম রেফারিংয়ের বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের আনা অভিযোগের প্রেক্ষিতে। সেই ঝামেলা না মিটতেই এবার মাদ্রিদ ডার্বিতে বিতর্কিত এক পেনাল্টিতে গোল হজম করতে হলো কার্লো আনচেলোত্তির দলকে। ম্যাচ শেষে এই ইতালিয়ান ম্যানেজার তো বলেই ফেললেন, “ফুটবলের মানুষরা এমন পেনাল্টি বোঝে না”। ম্যাচে শেষ পর্যন্ত অবশ্য একটা গোল শোধ করে রিয়াল। শনিবার (৮ ফেব্রুয়ারি, ২০২৫) রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদের মধ্যকার লা লিগার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। লিগের পয়েন্ট টেবিলের অবস্থার কারণে লাভটা হলো এই ম্যাচে দর্শকের ভূমিকায় থাকা বার্সেলোনার।
সান্তিয়াগো বার্নাব্যুতে এদিন খেলা শুরুর আগে মাঠে প্রবেশ করেন সদ্যই পেশাদার ফুটবলের বুটজোড়া তুলে রাখা মার্সেলো। রিয়ালের হয়ে ৫৪৬ ম্যাচ খেলে ৫টি চ্যাম্পিয়নস লিগ ও ৬টি লা লিগার শিরোপা জিতেছেন এই লেফটব্যাক। ৩৬ বছর বয়সী এই ব্রাজিলিয়াকে বিশেষ সম্মান জানানো হয়, তার হাতে ক্লাবের বিশেষ একটি জার্সি তুলে দেন লস ব্ল্যাঙ্কসদের আরেক গ্রেট লুকা মদ্রিচ।
ক্রীড়াঙ্গন/আবির