বন্ধুমহল রক্তদান ও মানবকল্যাণ সোসাইটির সিলেটে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ণ
বন্ধুমহল রক্তদান ও মানবকল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজিত ৩০ তম বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন শুক্রবার ১৭ জানুয়ারি সিলেট মহানগরীর সুবিদবাজারস্থ মিতালী কমপ্লেক্স প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনফো বাংলা সিলেট ব্যুরো প্রধান, মানবতার ফেরিওয়ালা সাংবাদিক উৎফল বড়ুয়া।
উক্ত মানবিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বন্ধুমহল রক্তদান ও মানবকল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা রুমান আহমেদ। ফ্রি ক্যাম্পেইন পরিচালনা করেন সোসাইটির সিনিয়র সহ সভাপতি নুর আমিন রনি, সহ সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ, সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক আকরাম খান বাপ্পি,দপ্তর সম্পাদক শুয়েব আহমেদ,ধর্ম বিষয়ক সম্পাদক ইয়াসিন আহমেদ, সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠন এর প্রতিষ্ঠাতা তারেক আহমদ, একতা ব্লাড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মোছাৎ.কবিতা,দপ্তর সম্পাদক ফয়েজ আহমেদ এছাড়া ও আরো অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
“পাবো অপরিসীম সন্মান,করিলে সেচ্ছায় রক্তদান” এই স্লোগানকে সামনে রেখে হাঁটি হাঁটি পা পা করে মানবিক কার্যক্রম নিয়ে এগিয়ে যাচ্ছে বন্ধুমহল রক্তদান ও মানবকল্যাণ সোসাইটি বাংলাদেশ। শুধু তাই নয় উক্ত মানবিক সংগঠন দেশের বিভিন্ন দূর্যোগময় মুহুর্তে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে থাকা অসচ্ছল শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ সহ বিভিন্ন মানবিক, সামাজিক কার্যক্রমে অবদান রেখে চলেছেন।
সিলেটসংবাদ/হা