শ্রীলঙ্কাকে অলআউট করে লক্ষ্য নাগালে রাখলো বাংলাদেশ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৪, ৮:২৭ অপরাহ্ণ
যুব এশিয়া কাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে আজ মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে যেতে উভয় দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ এই ম্যাচটি। দুবাইতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে ৪৯.২ ওভারে ২২৮ রানে অলআউট হয়েছে। জিততে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে করতে হবে ২২৯ রান।
শ্রীলঙ্কার ইনিংসে সেঞ্চুরির দেখা পেয়েছেন চার নম্বরে ব্যাটিংয়ে নামা ভিমাথ দিনসারা। তিনি একপ্রান্ত আগলে ১৩২ বল খেলে ১০টি চারের মারে ১০৬ রানের ইনিংস খেলে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন। তিনি ছাড়া আর কেউ ২২ রানের বেশি করতে পারেনি। অধিনায়ক ভিহাস থিউমিকা করেন ৩ চারে ২২ রান। এছাড়া লাকভিন আবেসিংহে ২১, ভিরান চামুদিথা ২০ ও পুলিন্দু পেরেরা করেন ২০ রান।
বল হাতে বাংলাদেশের ৯.২ ওভারে ৫০ রান দিয়ে ৪টি উইকেট নেন আল ফাহাদ। রিজান হোসেন ১০ ওভারে ৪০ রান দিয়ে নেন ৩টি উইকেট। এছাড়া ইকবাল হোসেন ইমন ও মো. রাফি উজ্জামান রাফি ১টি করে উইকেট নেন।
ক্রীড়াঙ্গন/আবির