তিন ঘন্টার বৃষ্টিতে সিলেট নগরে জলাবদ্ধতা
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০২৪, ১:১৩ অপরাহ্ণ
সিলেটে শনিবার রাতের টানা তিন ঘণ্টায় এ মৌসুমের রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে।
শনিবার (৮ জুন) রাত ৯টা থেকে শুরু হয় ভারী বর্ষণ, যা চলে রাত ১টা পর্যন্ত। এতে নগরের উপশহর, তেররতন, বাগবাড়ি, পশ্চিম কাজলশাহ, দরগাহ মহল্লা, জালালাবাদ, সাপ্লাই রোড, তালতলা, জামতলা, মিরের ময়দানসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা এয়। দেখা দেয় চরম জনদুর্ভোগ।
পানি ঢুকে পড়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনায়ও। তলিয়ে গেছে কয়েকটি প্রধান সড়ক। ঘরের ভেতর পানি প্রবেশ ঠেকাতে রাত জেগে পাহারা দেন নগরবাসী। তবু শেষ রক্ষা হয়নি।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানিয়েছেন, শনিবার রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত নগরীতে ২২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এছাড়া শনিবার সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেটে কোনো বৃষ্টিপাত হয়নি বলে জানান এ কর্মকর্তা।
এন আগে গত ২৯ মে এক রাতের ঢলে তলিয়ে গিয়েছিলো সিলেটের পাঁচ উপজেলা। পিুরো জেলায় দেখা দিয়েছিলো বন্যা পরিস্থিতি। তবে কয়েকদিন ধরেই কমছিলো পানি। শনিবার জেলায় কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার কিছুটা ওপরে অবস্থান করলেও আর সব কটি নদ-নদীর পানি বিপৎসীমার নিচে অবস্থান করছে।জেলার আশ্রয়কেন্দ্রগুলো থেকে অধিকাংশ লোকজন নিজেদের ঘরবাড়িতে ফিরে গেছেন।
সর্বশেষ হিসাব অনুযায়ী, জেলার ৫৫১টি আশ্রয়কেন্দ্রে ৪৪০ জন অবস্থান করছিলেন।
সিলেটসংবাদ/হা