সিলেট-সুনামগঞ্জ সড়কে প্রাইভেট কার খাদে: পুলিশের এএসআই নিহত
সিকডে
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৪, ৯:৫৪ অপরাহ্ণসিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পুলিশের একজন সহকারি উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।
আজ রবিবার (৩১ মার্চ) সকাল ১১টার দিকে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এএসআই মহিউদ্দিন আহমদ (৩৫) সুনামগঞ্জ জেলা জজ আদালতে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরেকজন পুলিশ সহকারি উপ-পরিদর্শক মামুন আহমদ গুরুতর আহত হয়েছেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদির হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার সকালে প্রাইভেট কারটি সিলেট থেকে সুনামগঞ্জে আসার সময় শান্তিগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় এলে নিয়ন্ত্রন হারিয়ে প্রথমে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সাথে এবং তারপর গাছের সাথে ধাক্কা লাগে। এসময় কারে থাকাএএসআই মহিউদ্দিন ঘটনাস্থলেই মারা যান এবং কারচালক এএসআই মামুন গুরুতর আহত হোন।
আহত এএসআই মামুনকে উদ্ধার করে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্মরত চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করেছেন বলে জানিয়েছেন ওসি মুক্তাদির।
সিলেট/আবির