নানা আয়োজনে আল মদিনা একাডেমিতে মাতৃভাষা দিবস পালন
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ৫:৫৫ অপরাহ্ণ২১ ফেব্রুয়ারি বুধবাবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় মাতৃভাষার জন্য আত্মদানকারী শহিদদের স্মরণের মাধ্যমে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার স্থানীয় নরসিংপুরে আল মদিনা একাডেমিতে যথাযোগ্য মর্যাদায় এবং নানা আয়োজনের মধ্য দিয়ে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
মহান শহিদ দিবসের সাথে সামঞ্জস্যপূর্ণ পোস্টার, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে প্রতিষ্ঠানকে সুসজ্জিত করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে ভাষা শহিদদের প্রতি পুষ্প অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র কোরআন হতে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
আলোচনা সভায় মহান ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন নির্বাচিত শিক্ষক ও শিক্ষার্থীরা। এরপর শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে একক ও দলীয় সংগীত,চিত্রাঙ্কন,
অভিনয়, আবৃত্তি ও বক্তব্যে ভাষা আন্দোলনের তাৎপর্য ফুটিয়ে তোলা হয় যা উপস্থিত সকলকে মোহিত করে।
মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত রচনা, আবৃত্তি, ছড়া পাঠ, নান্দনিক বাংলা হস্তাক্ষর লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
এসময় আল মদিনা একাডেমির পরিচালক রফিকুর রহমান বলেন,একুশে ফেব্রুয়ারি চেতনাই বাঙালি জাতীয়তাবাদের মূল উৎস। একুশে ফেব্রুয়ারিকে আমরা কেবল ভাষার অধিকার রক্ষার লড়াই ভাবলে ভুল করব।
একুশ মানে মাথা নত না করা। একুশ হলো শোষকের বিরুদ্ধে শোষিতের, অসুন্দরের বিরুদ্ধে সুন্দরের ও অন্ধকারের বিরুদ্ধে আলোর চিরন্তন সংগ্রামের স্মারক।
ভাষা শহিদরা জাতির শ্রেষ্ঠ সন্তান। এই দিনে আমাদের সব রকম অন্যায়, অত্যাচার শোষণ ও নিপীড়ণের বিরুদ্ধে মাথা উচু করে দাঁড়ানোর শপথ নিতে হবে। বায়ান্নর ভাষা আন্দোলনের সূত্র ধরেই পরবর্তীতে বাঙালির স্বাধিকার আন্দোলন ও ঊনসত্তরের গণঅভ্যুত্থান ঘটে।
এরই ফলশ্রুতিতে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র লাভ করতে সক্ষম হই।
তিনি সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ থেকে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে উঠার মাধ্যমে দেশগঠনে ভূমিকা রাখার আহবান জানান।
এর মাধ্যমেই সার্থক হবে ভাষা শহিদদের আত্মত্যাগ আর অগণিত মানুষের অবর্ণনীয় ত্যাগ-তিতিক্ষা। পরিশেষে তিনি অনুষ্ঠান আয়োজনে নিয়োজিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
সারাদেশসংবাদ/হা