হিরন মিয়ার পিতার মৃত্যুতে আহছান মিয়া ফাউন্ডেশনের শোক
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ৯:৪৭ পূর্বাহ্ণসিলেটের লামাকাজীস্থ আহছান মিয়া ফাউন্ডেশনের উপদেস্টা কমিটির সদস্য, সিলেট সদর উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ৭ নং মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিরন মিয়ার পিতার মৃত্যুতে ফাউন্ডশনের পক্ষ হতে গভীর শোক প্রকাশ করা হয়েছে ।
রবিবার আহছান মিয়া ফাউন্ডশনের পক্ষে ভাইস-চেয়ারম্যান, যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক সিদ্দিকুর রহমান সুমন এবং মহাসচিব মোস্তাফিজুর রহমান রোমান এক বিবৃতিতে লামাকাজী পূর্বপার এলাকার সালিশ ব্যক্তিত্ব, মোগলগাঁও ইউনিয়নের প্রাক্তন ওয়ার্ড সদস্য ও চেয়ারম্যান হিরন মিয়ার পিতা মরহুম হাজী তোতা মিয়ার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ।
উল্লেখ্য, চেয়ারম্যান হিরন মিয়ার পিতা হাজী তোতা মিয়া শনিবার রাতে ইন্তেকাল করেন।