অধ্যাপক ডা.স্বপ্নীলের মায়ের দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৪, ৫:০৫ অপরাহ্ণ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান ও সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব, সিলেট মহানগরীর ছড়ারপার এলাকার সন্তান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) এর মা আয়শা মাহতাব এর দাফন সম্পন্ন হয়েছে। তিনি বৃহস্পতিবার (৪ জানুয়ারী) ঢাকা বনানীর নিজ বাসায় মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার বাদ এশা বনানী কবরস্থান সংলগ্ন জামে মসজিদে জানাজার নামাজ শেষ করে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজার নামাজে জনপ্রতিনিধি, সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক. সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশ গ্রহণ করেন।
উনার মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।।আয়শা মাহতাব সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী প্রয়াত মাহতাব উদ্দিন আহম্মেদ এর সহধর্মিনী।
এদিকে অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) এর মা আয়শা মাহতাবের মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি, সামাজিক সংগঠন গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আনোয়ারুজ্জান চৌধুরী,সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন,বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ রাব্বী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সিলেট জজ আদালতের এপিপি অ্যাডভোকেট শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক মাঈনুল হাসান,সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ প্রমুখ।
বিভিন্ন সংগঠনের শোক: সম্প্রীতি বাংলাদেশ, একাত্তরের ঘাতক দালাল,নির্মূল কমিটি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, ( স্বাচিপ) বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটি।
বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে প্রেরিত পৃথক পৃথক শোকবার্তায় তারা ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) এর মা আয়শা মাহতাবের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সিকডে/হান্নান