জাপানে একদিনে ভূমিকম্প আঘাত হেনেছে ১৫৫ বার, নিহত ৮
সিকডে
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ণপূর্ব এশিয়ার দেশ জাপানে একদিনে ১৫৫টি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নিহত হয়েছেন অন্তত ৮ জন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এর আগে দেশটির মধ্যাঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
এর জেরে সুনামির শঙ্কা দেখা দেয়। ১ মিটার উঁচু ডেউ আঘাত হানে দেশটিতে। ফলে হাজারও মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়। খবর এএফপির।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, সোমবার থেকে জাপানে ৭.৬ মাত্রার একটি শক্তিশালী কম্পনসহ ১৫৫টি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জাপানের আবহাওয়া অফিস জানিয়েছে। এদিন আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ মাত্রার বেশি। এসব ভূমিকম্প মাঝারি মাত্রার হলেও মঙ্গলবার ভোরেও দেশটিতে ৬টি শক্তিশালী কম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, জাপানের হোনশু দ্বীপের ইশিকাওয়া প্রিফেকচারে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৫। তবে জাপানি কর্তৃপক্ষ এই কম্পনকে ৭.৬ মাত্রার বলে অভিহিত করেছে।
জাপানের কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে, নতুন বছরের প্রথম দিনে মধ্য জাপানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৮ জন মারা গেছে। এছাড়া কম্পনের ফলে ১ মিটার উঁচু সুনামির ঢেউ আঘাত হানে দেশটিতে। এতে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুর্যোগের জেরে একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সোমবার রাতে এক জরুরি বৈঠক করেন। তিনি বলেন, ‘আমি জরুরি কর্মীদের নির্দেশ দিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব যে কোনও উপায়ে দুর্গত এলাকায় পৌঁছানোর জন্য।’
তিনি আরো বলেন ‘এখন খুব ঠান্ডা। আর তাই প্লেন বা জাহাজ ব্যবহার করে ক্ষতিগ্রস্তদের কাছে পানি, খাবার, কম্বল, তেল, পেট্রল, জ্বালানি তেল সরবরাহ করার জন্য আমি নির্দেশনা জারি করেছি।’
আন্তর্জাতিক/হান্নান