ব্যবসা বাণিজ্যের অনুকুল পরিবেশ ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়: ভিসি জহিরুল হক
ফাইজা রাফা
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৪, ৯:৪২ অপরাহ্ণহবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এইচসিসিআই) এর নব নির্বাচিত প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান শামীমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হবিগঞ্জের কৃতি সন্তান প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।
গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায় হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের কার্যালয়ে শুভেচ্ছা জ্ঞাপনকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট সজল খাঁন, হবিগঞ্জ স্বর্ণ রৌপ্য ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি রোটারিয়ান স্বদীপ বণিক, এইচসিসিআই এর নবনির্বাচিত সদস্য ও গোপায়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাকারিয়া চোধুরী, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক বদরুল আলম চোধুরী, যুক্তরাজ্য যুবলীগ নেতা শাহজাহান কবির, প্রমূখ।
মোঃ মিজানুর রহমান শামীমের নেতৃত্বে হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ জেলার ব্যবসা বানিজ্যের প্রসারে কাজ করার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে মানবিক ও জনহিতকর কাজে এগিয়ে আসার আহবান জানিয়ে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, ব্যবসা বাণিজ্যের অনুকুল পরিবেশ ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। বিগত কয়েক বছরে হবিগঞ্জ শিল্প জেলা হিসেবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখানে ব্যবসা বানিজ্য ও শিল্প খাত সম্প্রসারিত হচ্ছে। সেজন্য হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ শিল্প ও ব্যবসাখাতের বিভিন্ন সমস্যা সমাধানে অধিকতর ভূমিকা পালন করার পাশাপাশি টেকসই উন্নয়ন ও দারিদ্র বিমোচনে কাজ করবে।
সারাদেশসংবাদ/হান্নান