উৎসবমুখর পরিবেশে আল মদিনা একাডেমিতে বই উৎসব পালিত
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৪, ৯:০৬ অপরাহ্ণ‘নতুন বছর, নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন’ এই শ্লোগানে দোয়ারাবাজার উপজেলাধীন স্থানীয় নরসিংপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল মদিনা একাডেমিতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বই বিতরণ উৎসব।
কনকনে শীত। তাতে কী! নতুন বই পেতে সোমবার (১ জানুয়ারি) সকাল সকালই স্কুলে হাজির হয়েছিল শিক্ষার্থীরা। বই উৎসব অনুষ্ঠানে নতুন বই তুলে দেওয়া হয় প্রতিটি ছোট্ট সোনামনিদের হাতে হাতে।
নতুন বইয়ের গন্ধ মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। রঙিন মলাটের মধ্যে যেন আবারও বন্দি হয় নতুন বছরের স্বপ্নও। সকালে বিদ্যালয়ে প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী। নতুন বইয়ের গন্ধে প্রাণের উচ্ছ্বাসে মেতে উঠে আল মদিনা একাডেমির শিক্ষার্থীরা।
বই বিতরণ উৎসবে একযোগে প্রতিষ্ঠানের প্লে গ্রুপ থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রায় ৪ শতাধিক শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক রফিকুর রহমান, ভাইস প্রিন্সিপাল গোলাম সামদানী সুমন, কোষাধক্ষ্য তোফাজ্জল হোসাইন, শিক্ষক জুয়েল আহমদ, নিলুফা বেগম, রুমেনা আক্তার, তামান্না আক্তার, ইয়াকুব আল হাসান, জাবেদুল হাসান, ফেরদোসী খানম, হানিফা জান্নাত বুশরা প্রমুখ।
এসময় অভিভাবক খলিলুর রহমান, আবিদ রনি, সানাউর রহমান দুলাল, ফখর উদ্দিন, সাদিকুর রহমান মানিক, ইসমাইল হোসাইন সানী, আল আমিন, রিয়াজুল ইসলাম ছাড়াও শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।
সারাদেশসংবাদ/হান্নান