বাংলাদেশ–নিউজিল্যান্ড দ্বিতীয় টি টোয়েন্টি আজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৩, ২:০৮ অপরাহ্ণমাউন্ট মঙ্গানুইয়েতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ক্রিকেট খেলায় আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও স্বাগতিক নিউজিল্যান্ড।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ শুক্রবার দুপুর ১২ টা ১০ মিনিট।
প্রথম ম্যাচ জয়ের আত্মবিশ্বাস দ্বিতীয় ম্যাচেও কাজে লাগাতে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর অলরাউন্ডার শেখ মেহেদী হাসান মনে করনে দলগত পারফরমেন্স করতে পারলে সাফল্য পাওয়া সম্ভব। অন্যদিকে, সিরিজে সমতায় ফিরতে মরিয়া নিউজিল্যান্ড।
নেপিয়ারে বুধবার সিরিজের প্রথম টি-টোয়েন্টি ক্রিকেট খেলায় নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে বাংলাদেশ। তার পাঁচ দিন আগেই এই মাঠে কিউইদের বিপক্ষে তাদের মাটিতে প্রথম ওয়ানডে জিতেছিল টাইগাররা।
শুক্রবার মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল। কিউইদের মাটিতে এই প্রথমবার টাইগারদের সামনে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ। তাছাড়া, এই মাউন্ট মঙ্গানুইতে গতবছর টেস্ট জিতেছিল বাংলাদেশ। তাই দ্বিতীয় টি-টোয়েন্টি নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
খেলা/হান্নান