দোয়ারাবাজারে নৌকার প্রচারণায় স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক, ভিডিও ভাইরাল

দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২৩, ২:৪১ অপরাহ্ণদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫(ছাতক-দোয়ারাবাজার) আসনে নৌকা প্রতীকে ভোট চাইলেন দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য মনির উদ্দিন। নৌকা প্রতীকে প্রচারনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে বিএনপি ও আওয়ামী লীগ নেতাদের ভিতরে চলছে আলোচনা-সমালোচনা।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) উপজেলার সুরমা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নৌকা প্রতীকের পথসভায় নৌকায় ভোট চান মনির উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন বর্তমান সংসদ সদস্য ও নৌকা প্রতীকের প্রার্থী মুহিবুর রহমান মানিক।
মনির উদ্দিন দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সুরমা ইউনিয়ন পরিষদের সদস্য ।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বিএনপি নেতা বলেন, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আছেন ও স্বেচ্ছাসেবক দলের প্রভাবশালী নেতা হয়ে এভাবে নৌকায় ভোট চাইতে পারেন না। এটা লজ্জাজনক বিষয়। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করছি।
কয়েকজন আওয়ামী লীগ নেতা বলেন, বর্তমান সরকারের উন্নয়ন দেখে বিএনপি নেতারা নৌকায় ভোট চাইছেন। যার প্রমাণ ইউপি সদস্য মনির উদ্দিন।
এ বিষয়ে মনির উদ্দিন বলেন, আমি মোবাইলে কিছু বলতে চাইনা। সরাসরি দেখা করেন কথা বলব।
এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদ আহমদকে একাধিকবার ফোন দিলে ফোন বন্ধ পাওয়া গেছে।
সারাদেশসংবাদ/হান্নান