দোয়ারাবাজারে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মখদ্দুছ আলী’র দাফন সম্পন্ন
দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৩, ৬:৪২ অপরাহ্ণসুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের খাইরগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা মখদ্দুছ আলী মারা গেছেন। (ইন্নালিল্লাহী ওয়াইন্নাইলায়হি রাজিউন)।
বুধবার সন্ধায় নিজ বাড়িতে তিনি মারা যান। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল ৩ ঘটিকায় রাষ্ট্রিয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে রব্বানী চৌধুরী’র উপস্থিতিতে দোয়ারাবাজার থানার এসআই আছলাম হোসেন’র নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ডঅব অনার প্রদান করেন।
এসময় বিভিন্ন এলাকা থেকে আগত বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি এক স্ত্রী,এক পুত্র, দুই কন্যা এবং আত্মীয় স্বজনকে রেখে গেছেন।
সারাদেশসংবাদ/হান্নান