শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক শিক্ষা প্রসার ঘটানোর মাধ্যমে ভালো মানুষ গড়া সম্ভব: অ্যাডভোকেট সিরাজুল ইসলাম
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৩, ৮:৪৪ অপরাহ্ণভালো মানুষ বলতে আমরা বুঝি ‘যে কখনই কারো কোনো ক্ষতি করে না, সকলের প্রতি সহমর্মিতার মানসিকতা পোষণ করে এবং তার ওপর অর্পিত পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় যে কোনো দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে।’ আমাদের সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের। এ বিষয়ে শিক্ষকদের ভূমিকা এতই গুরুত্বপূর্ণ যে,’ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ও পবিত্র দায়িত্ব হওয়া উচিত। এই লক্ষ্য অর্জনের জন্য লেখাপড়া, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের পাশাপাশি শিক্ষা কার্যক্রমে সুপরিকল্পিত নৈতিকতা শিক্ষা ও ধর্মীয় অনুশীলন অত্যন্ত জরুরি। পাশাপাশি অভিভাবকদের ও নৈতিক শিক্ষার প্রসারে সহযোগিতা করা প্রয়োজন।
শনিবার বিকেলে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে ইকরা কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিলেট জেলাবারের আইনজীবী ও দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
শনিবার ( ২৫ নভেম্বর) দুপুরে নরসিংপুর ইউনিয়নের পূর্বচাইরগাঁও গ্রামে প্রতিষ্ঠিত ইকরা কিন্ডারগার্টেন’র ক্যাম্পাসে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাবাজার ইউপি’র জাহাঙ্গীর গাঁও মির্ধারপাড়া দাখিল মাদ্রাসার সুপার মাও আবুল হোসেন।
ডাঃ মাঈনুল ইসলামের সভাপতিত্বে ও একাডেমির পরিচালক আব্দুল আলিমের পরিচালনায় বিদায়ী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজ সেবক আব্দুল মতিন,মোঃ মখিলছ আলী,সোনালী চেলা উচ্চবিদ্যালয়ের সহকারি শিক্ষক মুহিবুর রহমান, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল মিয়া,আশরাফুল আলন,রিপন আহমদ,আলমগীর হোসেন,অভিভাবক,শিক্ষক ও শিক্ষার্থী প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়কর্তৃক পঞ্চম শ্রেনীর বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী উপহার তুলে দেন উপস্থিত অতিথিগণ।
পরিশেষে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
শিক্ষা/হান্নান