সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন
সিকডে
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৩, ১০:৩২ অপরাহ্ণসিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেসের একটি ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
তবে আগুনটি কীভাবে লেগেছে কিংবা কেউ লাগিয়েছে কী না তা্এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সিলেট রেলওয়ের স্টেশনের মাস্টার নুরুল ইসলাম বলেন, স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন ট্রেনের একটি বগিতে হঠাৎ আগুন দেখতে পেয়ে আমরােদৌড়ে আসি। পরে ফায়ার সার্ভিসের কমৃীরা এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করছেন। কীভাবে আগুন লেগেছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।
আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
সিলেটসংবাদ/হান্নান