জাহাঙ্গীর আলম’র সমর্থনে নরসিংপুর গ্রামবাসীর মতবিনিময়

সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৮ অপরাহ্ণসুনামগঞ্জ -৫(ছাতক-দোয়ারাবাজার) আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলমকে নিয়ে মতবিনিময় করেছে তার নিজ জন্মস্থান দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর গ্রামবাসী।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর)বাদ জুমায় নরসিংপুর জামে মসজিদ প্রাঙ্গনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এর আগে নরসিংপুর জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন তিনি। নামাজ পরবর্তী জাহাঙ্গীর আলম’র মঙ্গলকামনায় মসজিদের মুসল্লীদের নিয়ে দোয়া অনুষ্ঠিত হয়।
মতবিনিময়ে নরসিংপুর গ্রামবাসী বলেন,জাহাঙ্গীর আলম এই গ্রামের সন্তান। তিনি রাজনৈতিক পরিচয় ছাড়া ও ব্যাক্তিগত ও পরিবারিক পরিচয়ে ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার লক্ষে জাহাঙ্গীর আলম মাঠে প্রচারনায় ব্যস্থ দিনপার করছে। তাই আগামী নির্বাচনে ঘরের ছেলেকে দলমত নির্বিশেষে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচন করতে চান তারা।
সারাদেশসংবাদ/হান্নান