নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকে’র কমিটি গঠন
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৬ অপরাহ্ণলন্ডনস্থ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকের ঐতিহ্য’র ধারাবাহিকতায় পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) লন্ডন শহরের একটি রেষ্টুরেন্টে সোসাইটির এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
সোসাইটির উপদেষ্টা আনোয়ার আলী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের পরিচালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে যথারীতি এ সভা শুরু হয়।
সাধারন সভায় সংগঠনের উপদেষ্টা জনাব আব্দুল আলী আগামী দুই বছরের জন্য সভাপতি হিসেবে বর্তমান (ভারপ্রাপ্ত) সভাপতি আমরুদ আলী’র নাম প্রস্তাব করলে উপস্থিত সকলেই এতে সম্মতি দেন। এসময় সহ-সভাপতি হিসেবে এডভোকেট খলিলুর ও শাহনুর আলী’র প্রস্তাবও গৃহীত হয়।
সোসাইটির উপদেষ্টা আনোয়ার আলী, আব্দুল আলী ও ফজর আলী পূর্নাঙ্গ কমিটির খসড়া তালিকা সকল সদস্যদের সামনে উপস্থাপন করলে সর্ব সম্মতিক্রমে তা গৃহীত হয়।
২০২৩ – ২০২৫ সেশনের জন্য সভাপতি হিসেবে মনোনীত হন আমরুদ আলী, সহ সভাপতি মতিউর রহমান, আব্দুল কুদ্দুস, এড খলিলুর রহমান, শাহনুর আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান,অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক শফিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মিসবাহুল ইসলাম, তহবিল সংগ্রহ বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান সমুজ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন, সহ-অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক কবির হোসাইন,প্রচার সম্পাদক আরশ সুমন,সমাজ কল্যান সম্পাদক মিজানুর রহমান সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুরুল আমিন,ছাত্র কল্যাণ সম্পাদক জাবের আহমদ,
ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস শুকুর,সহ-তহবিল সংগ্রহ বিষয়ক সম্পাদক রুমেন আহমদ,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফাহাদ বিন আইয়ুব ,দূর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসাইন,সহ- প্রচার সম্পাদক সায়েদ জাকারিয়া,কার্যনির্বাহী সদস্য শাহআলম,মোশাহিদ আলী, হাবিবুর রহমান,সদস্য মোঃ কিবরিয়া,আক্তার হোসেন, আবুল লেইস।
এসময় উপদেষ্টা ফজর আলী নতুন কমিটির শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
অনুষ্ঠানের শুরুতে সদ্য বাংলাদেশ থেকে আগত নবীন সদস্যদের ক্রেস্ট দিয়ে বরন করে নেন সোসাইটির নেতৃবৃন্দ। পরে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের বক্তব্যের মধ্যদিয়ে সভার কার্যক্রম শুরু হয়।
এদিকে, নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ( ইউকে) চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন রোগিদের চিকিৎসা সহায়তা আর্থিক অনুদান,দারিদ্র্য পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহযোগিতা,গত বছরের বন্যায় বসতঘর হারা পরিবারের মাঝে নির্মাণ সামগ্রী বিতরণ,উপজেলা প্রশাসনের উপস্থিতিতে এলাকার দেড় শতাধিক প্রতিবন্ধীর মাঝে নগদ অর্থ বিতরণসহ এ পর্যন্ত বেশ কিছু মানবিক কর্মসূচী বাস্তবায়নে সক্ষম হয় সংগঠনটি। মানবিক সেবার তৎপরতায় দেশ ও বিদেশে প্রশংসায় ভাসছে সোসাইটির সকল নেতৃবৃন্দ।
অন্যদিকে,সোসাইটির পূর্নাঙ্গ কমিটি গঠিত হওয়ায় দেশের মানুষের কাছে আনন্দের ঝড় উঠেছে৷ সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষ স্বপ্ন দেখছেন মানব সেবা পেতে এক নতুন দিগন্তের।
সারাদেশসংবাদ/হান্নান