ফের বৃষ্টির বাগড়া, পাকিস্তান-শ্রীলংকা টসে বিলম্ব

সিকডে
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ৩:৪৪ অপরাহ্ণচলমান এশিয়া কাপে পাকিস্তান ও শ্রীলংকার মধ্যে আজ অঘোষিত ফাইনাল। কারণ আজ যে দল জিতবে তারাই ফাইনাল খেলবে। মহাগুরুত্বপূর্ণ সেই ম্যাচেও বৃষ্টির বাগড়া।
নিয়মানুযায়ী টস হওয়ার কথা বাংলাদেশ সময় বিকাল ৩টায়। কিন্তু কলম্বোর আকাশ ভালো নেই। বৃষ্টি হচ্ছে ক্ষণে ক্ষণে। যে কারণে টসে বিলম্ব হচ্ছে। সময় মতো টস করতে নামতে পারেননি দুই দলের অধিনায়ক দাসুন শানাকা এবং বাবর আজম।
আপাতত বৃষ্টি থামার অপেক্ষায় দুই দলের অধিনায়ক এবং আম্পায়াররা। বৃষ্টি থামার পর পরই খেলা হয়তো শুরু করা সম্ভব হবে না। কারণ মাঠ খেলার উপযোগী করতেও সময়ের প্রয়োজন।
বৃষ্টির কারণে যদি আজকের ম্যাচ ভেস্তে যায়, তাহলে নেট রান রেটে ফাইনালে যাবে শ্রীলংকা। ফলে পাকিস্তানের জন্য এই ম্যাচ মহাগুরুত্বপূর্ণ।
ক্রীড়াঙ্গন/আবির