কোম্পানীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ যুবক আটক

শাহিন আলমঃ-(কোম্পানীগঞ্জ প্রতিনিধি)
প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২৩, ১১:৫২ অপরাহ্ণকোম্পানীগঞ্জে তিন কেজি গাঁজাসহ সাজিবুল হক (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (৫ জুন) সন্ধ্যায় টুকেরবাজারের পূবালী ব্যাংকের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক সাজিবুল সুনামগঞ্জ জেলার জামালগঞ্জের রসুলপুর গ্রামের রায়েফ আলীর পুত্র।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, এক মাদক ব্যবসায়ী গাঁজাসহ টুকেরবাজার এলাকায় অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তিন কেজি গাঁজাসহ সাজিবুলকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
সিলেটসংবাদ/হান্নান