দক্ষিণ সুরমায় শাহ পরিবারের পক্ষ থেকে বন্যার্তদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২২, ১০:৪৫ অপরাহ্ণসিলেটের দক্ষিণ সুরমা লাউয়াই উম্মর কবুল শাহ পরিবারের পক্ষ থেকে বৃহত্তর লাউয়াই এলাকার স্মরণকালের ভয়াবহ বন্যায় বন্যা কবলিত প্রিয়জনদের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে লাউয়াই নুরজাহান মঞ্জিলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়,আজ শুক্রবার সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৫০০ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়,এর আগে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ নুরজাহান মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ডাক্তার মিফতাহুল হুসাইন সুইট এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহ পরিবারের বিশিষ্ট মুরব্বি লাউয়াই কেন্দ্রীয় জামে মসজিদের মতোয়াল্লী জনাব হাজী শাহার মিয়া,বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি,যুক্তরাজ্য প্রবাসী শাহ মুস্তাক,ডাক্তার এনামুল হক, শিক্ষাবিদ নাজমুল হোসেন খসরু,তরুণ সমাজ সেবী রাজিব হাসান রিমন,সিলাম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রেজাউল ইসলাম, তরুণ সমাজ সেবী ছায়েম আহমেদ,শাহ রাজিব, শহিদুল ইসলাম লিটন, জাবেদ আহমেদ লাকি,জাবেদ আহমেদ,ইসমাইল আব্দুল্লাহ সিয়াব প্রমুখ, বক্তারা শাহ পরিবারের এই মহৎ কাজের জন্য প্রশংসা করেন এবং বৃহত্তর সিলেট জেলার বন্যা কবলিত এলাকায় দেশ-প্রবাসের সবাইকে প্রিয়জনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান, বন্যার শুরুতেই শাহ পরিবার বন্যার্তদের মধ্যে নগদ অর্থ প্রদান করেন এবং এলাকায় বিভিন্ন সামাজিক বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসায় তাদের অনেক অবদান রয়েছে,উপস্থিত সবাই শাহ পরিবারের নেক হায়াত ও সুস্থতা কামনা করেন,উদ্বোধনী অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন লাউয়াই কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আলী আহমদ সাহেব।