৯০ ভাগ মানুষ চিকিৎসা ব্যয় চালাতে পারে না

সিকডে
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২২, ১১:৪২ পূর্বাহ্ণদেশ-বিদেশে কিডনি রোগ মহামারি আকার ধারণ করছে। বিশ্বের ৮৫ কোটিরও বেশি মানুষ কিডনি রোগে আক্রান্ত। আর দেশে ২ কোটিরও বেশি মানুষ কিডনি রোগে আক্রান্ত। দুই যুগ আগে মৃত্যুর কারণ হিসেবে কিডনি রোগ ছিল ২৭তম অবস্থানে। বর্তমানে এটা দাঁড়িয়েছে ৭ম আর ২০৪০ সাল নাগাদ তা এগিয়ে আসবে ৫ম অবস্থানে। কিডনি বিকলের একমাত্র চিকিৎসা ডায়ালাইসিস অথবা কিডনি সংযোজন। তবে তা এত ব্যয়বহুল যে এ দেশের শতকরা ১০ ভাগ মানুষও চিকিৎসা চালিয়ে যেতে পারে না। পক্ষান্তরে সুস্থ জীবনধারা চর্চা ও কিডনি রোগের জন্য ঝুঁকিপূর্ণ মানুষের নিয়মিত কিডনি স্ক্রিনিংয়ের মাধ্যমে ৫০-৬০ ভাগ ক্ষেত্রে রোগ প্রতিরোধ করা সম্ভব।
বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বব্যাপী কিডনি রোগ একটি ভয়াবহ স্বাস্থ্য সমস্যা। কিডনি রোগের ব্যাপক প্রকোপ, এ রোগের মারাত্মক পরিণতি এবং চিকিৎসা ব্যয় সাধ্যাতীত হওয়ায় সিংহভাগ রোগীই প্রায় বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। তবে এই রোগ প্রতিরোধযোগ্য। তাই সচেতনতা বাড়িয়ে এই রোগ প্রতিরোধ করার পক্ষে মত দেন তারা। বিশ্ব কিডনি দিবসকে সামনে রেখে আয়োজিত নানা কর্মসূচিতে এসব তথ্য তুলে ধরে এই মত দেন তারা।
এ ছাড়া দরিদ্র রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে ‘সুরক্ষা বিমা’ চালু এবং মরণোত্তর দেহ দানের আহ্বান জানিয়ে তারা বলেন, দেশে প্রতি বছর ১৫ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যান। একটি সময় পর্যন্ত তাদের কিডনি, লিভারসহ অন্যান্য অর্গান ভালো থাকে। সেগুলো দান করা হলে দুস্থ রোগীদের জন্য কিডনি পাওয়া সহজ হবে। সম্প্রতি এক অনুষ্ঠানেও দরিদ্র রোগীদের চিকিৎসায় কিডনি সুরক্ষা বিমা চালুর প্রত্যয় ব্যক্ত করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দিবসটিকে সামনে রেখে গতকাল বুধবার রাজধানীর ইনসাফ বারাকাহ কিডনি ও জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক
পরিচালক অধ্যাপক ডা. ফিরোজ খান, বিশেষ অতিথি ছিলেন হলি ফ্যামেলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের কিডনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এহতেশামুল হক, সভাপতিত্ব করেন ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট কিডনিরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম।
অনুষ্ঠানে কিডনি রোগের ব্যাপকতা, চিকিৎসা ব্যয়সহ বিভিন্ন বিষয় তুলে ধরে জানানো হয়, বিশ্ব কিডনি দিবস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, স্বাধীনতা দিবস উপলক্ষে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার উদ্যোগ নিয়েছে ইনসাফ বারাকাহ কিডনি ও জেনারেল হাসপাতাল। এই কর্মসূচির আওতায় মাত্র ১ হাজার টাকায় করানো যাবে স্বাস্থ্য পরীক্ষা।
দিবসটি উপলক্ষে গতকাল বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় জানানো হয়, ২০২১ সালে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ১ হাজার ৪৫৯ জন শিশু কিডনি রোগ নিয়ে ভর্তি হয়। তার মধ্যে ৯ শতাংশ শিশুর কিডনির ধীর কর্মক্ষমতা ধরা পরে। তাদের মধ্যে ২ শতাংশ শিশু মারা গেছে। বাকিরা নিয়মিত চিকিৎসা নিয়ে সুস্থ রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ড সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ। বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ডা. সমীর কুমার সাহা, কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. হানিফ প্রমুখ।
কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. হানিফ বলেন, মায়েরা যখন প্রসবের আল্ট্রাসোনোগ্রাফি করে তখন শিশুর কিডনি পরীক্ষা করা দরকার। শিশুর জন্মের আগে তা চিহ্নিত করা সম্ভব হলে দ্রুত তাকে সুস্থ করে তোলা সম্ভব হবে।
কিডনি রোগ প্রতিরোধে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, নিয়মিত ব্যায়াম ও কায়িক পরিশ্রম করা। পরিমিত স্বাস্থ্যসম্মত বা সুষম খাবার গ্রহণ, ওজন নিয়ন্ত্রণে রাখা, ধূমপান পরিহার করা, পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি পান করা, তীব্র মাত্রার ব্যথার ওষুধ পরিহার করা জরুরি। বংশে কিডনি রোগ আছে, যাদের আগে কোনো কিডনি রোগের ঝুঁকি আছে তাদের বছরে অন্তত ২ বার প্রস্রাব ও রক্তে ক্রিয়েটিনিন পরীক্ষা করে নেয়ার পরামর্শ দেন তারা।
‘সুস্থ কিডনি সবার জন্য; জ্ঞানের সেতুবন্ধনে সাফল্য’-এই প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব কিডনি দিবস। প্রতি বছর মার্চের দ্বিতীয় বৃহস্পতিবার দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বিশ্ব কিডনি দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার জাতীয় কিডনি ইনস্টিটিউট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কিডনি ফাউন্ডেশন দিবসটি উপলক্ষে র্যালি, ফাউন্ডেশনের কনভেনশন হলে আলোচনা সভার আয়োজন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক। গণস্বাস্থ্য কেন্দ্রের ডায়ালাইসিস সেন্টার কেন্দ্রের গেরিলা কমান্ডার মেজর এটি এম হায়দার মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশ রেনাল এসোসিয়েশন ও ক্যাম্পস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করবে।
সিলেটেরকন্ঠ/ হান্নান