অবিনশ্বর বঙ্গবন্ধু: মইনুল হাসান আবির
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২১, ৬:১৭ অপরাহ্ণপাখিদের কল্লোল ধ্বনি, স্বাধীন দেশে মুক্ত আকাশে,
প্রভাতে কিচির-মিচির ডাক, স্নিগ্ধতা ছড়ায় বাতাসে।
ভয় নেই! নদীর স্রোতে, মাঠের ফসলে,বাংলার সবুজে,
শিল্পীরা সুর তুলে, কবিরা ছন্দের তালে তালে খুঁজে।
বাংলার মাঠে-ঘাঠে আজও মনে পড়ে বজ্রকন্ঠের ডাক
রুখতে হবে শত্রুদের, জয় করতে হবে বাংলাকে,
রেসকোর্স ময়দানে মৃত্তিকা সাক্ষী, গাছ-পালা সাক্ষী
জেগেছিলো লাখো লাখো বাঙালি, এসেছে ঝাঁকে ঝাঁকে।
তুমি তো মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
তুমি অত্যাচারী, নিপীড়িত মানুষের পরম বন্ধু বাংলায় বহমান।
সেই বায়ান্ন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের মহানায়ক,
দেশকে বাঁচাবো বলে লড়াই করেছো প্রতিবাদী গায়ক।
যখন জাতি ঘুমিয়ে ছিলো,কেউ আসেনি অন্যায়ের রুখে,
তুমি এসে করিলে জাগ্রত,সাহস দিয়েছো বুকে।
হে বীর তুমি তো বিশ্ব মঞ্চে শির করিয়াছো উঁচু,
স্বাধীনতা মূল্যবান,মোরা রক্তের বিনিময়ে এনেছি সবকিছু।
তোমার স্বাধীন দেশে সবই রয়েছে সবুজ পতাকার নীড়ে,
বাংলার মহাগৌরব বঙ্গবন্ধু,খুঁজি তোমায় শত লোকের ভিড়ে।
তুমি রং তুলিতে আঁকা দেয়ালের অবিনশ্বর জনবল,
তুমি ভোরের শিশিরে ধান ক্ষেতে মিশে থাকা স্বর্ণজল।
হে জাতির পিতা তোমার নেইতো কোনো তুলনা,
যতই পড়ি কবিতা,তোমায় কোনদিনও ভূলব না ।
তুমি একাত্তরের মুক্তির সংগ্রাম,যা বাঙ্গালি বাঁচে,
তুমি বজ্রকেন্ঠের ভাষণ, প্রদীপ জ্বালিয়ে নিয়েছো কাছে।
তুমি কারাগারের দেয়ালের রং,বিলীন করেছো যৌবন,
তুমি বাঙালির অধিকার,সর্বদা করিয়াছো পণ।
তুমি স্বাধীন পতাকার লাল-সবুজের মুক্তঘর,
তুমি বঙ্গবন্ধু,তুমি অক্ষয়,তুমি পদ্মা,মেঘনা, যমুনার চর