বিশ্বনাথে মিয়ার বাজার প্রিমিয়ার লীগ (ক্রিকেট) সিজন-৫ এর উদ্বোধন

বিশ্বনাথ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২৪, ১:৩৫ পূর্বাহ্ণজমজমাট আয়োজনের মধ্য দিয়ে মাঠে গড়ালো সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের মিয়ার বাজার ক্রিড়া সংস্থা আয়োজিত মিয়ার বাজার প্রিমিয়ার লীগ (ক্রিকেট) সিজন-৫। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে স্থানীয় মিয়ার বাজার সংলগ্ন মাঠে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় সিজন-৫ এর। উদ্বোধন করেন দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান।
মিয়ার বাজার ক্রিড়া সংস্থার সভাপতি বেদার উদ্দিন চৌধুরী জন্টির সভাপতিত্বে ধর্ম বিষয়ক সম্পাদক লোকমান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের অর্থ সম্পাদক আব্দুল আলীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ টিপু, যুক্তরাজ্য প্রবাসী ক্রিড়ানুরাগী আছকর আলী ও আব্দুল মতিন, দশঘর ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি রুফু মিয়া।
শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মিয়ার ক্রিড়া সংস্থার সহকোষাধ্যক্ষ মোহাম্মদ আলী।
উদ্বোধনী ম্যাচে ইমাদ সিক্সার্সের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ৭ উইকেটে বিজয়ী হয় খান রয়েলস। ম্যান অব দ্যা ম্যাচ হন খান রয়েলসের সোহেল আহমদ।
খেলা/হা