বিশ্বনাথে সিলেটের জেলা প্রশাসকের সাথে মতবিনিময়
বিশ্বনাথ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৪, ৭:৩৯ অপরাহ্ণ
বিশ্বনাথ উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুুব মুরাদ। মঙ্গলবার (ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘যে কোনো সমস্যায় জনগন যাতে সবার উপরে স্থান পায়, সে লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। জনগন ভালো থাকলে বিশ্বনাথ ভালো থাকবে, সিলেট ভালো থাকবে, ভালো থাকবে বাংলাদেশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা নাহিদ নওরিন, প্রকোশলী আবু সাইদ, উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়া, জামায়াতের আমীর নিজাম উদ্দিন সিদ্দিকী, খেলাফত মজলিসের তত্বাবধায়ক মাওলানা কাজী আব্দুল ওয়াদুদ, বিশ্বনাথ সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মানিক মিয়া, নির্বাচন কর্মকর্তা স্বর্ণালী চক্রবর্তী, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরব খান, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কান্তি দে, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেল, ইসলামী ফাউন্ডেশনের কর্মকতা আব্দুল আজিজ, ব্র্যাকের ম্যানেজার আব্দুল আলীম, বৈষম্যবিরোধী আন্দোলনের সিলেটের সদস্য সচিব মিসবাহ উদ্দিন প্রমুখ।
সিলেটসংবাদ/হা