সাবমেরিন ক্যাবল দিয়ে যেভাবে আসছে ইন্টারনেট
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০১৬, ১০:৩০ পূর্বাহ্ণইন্টারনেট সুবিধা নিতে বাংলাদেশ যে সাবমেরিন ক্যাবল ব্যবহার করছে, সেটির সিঙ্গাপুর প্রান্তে চলছে রক্ষণাবেক্ষণের কাজ। এ জন্যই বাংলাদেশের ইন্টারনেটে ধীরগতি।
গেলো ২০ অক্টোবর বিটিসিএল জানিয়েছিল, ২১ অক্টোবর রাত সাড়ে ১২টা থেকে ২৭ অক্টোবর দুপুর ২টা পর্যন্ত ৬ দিন সাবমেরিন ক্যাবলের সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এজন্য ইন্টারনেট ব্যবহারে সাময়িক সমস্যা হতে পারে।
সাবমেরিন ক্যাবল দিয়ে সারাবিশ্ব এখন যুক্ত ইন্টারনেট জালে। সাগরের তলদেশে মাইলের পর মাইল বিছিয়ে আছে এ ক্যাবল। সাবমেরিন ক্যাবল সংযোগ দেয়ার কাজ করে টিই সাবকম (TE SubCom)।
এবার দেখে নিন সাগরের নিচ দিয়ে কীভাবে বসানো হয় এ সাবমেরিন ক্যাবল।
https://youtu.be/Gsoo_BOwrrM . . . . . . . . .