প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান স্কুলছাত্রীকে ছুরিকাঘাত
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০১৬, ৯:৩৯ অপরাহ্ণঝিনাইদহে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করেছে এক বখাটে। সোমবার উপ-শহর পাড়ায় এই ঘটনা ঘটে।
স্কুলছাত্রী পূজা মজুমদার ঝিনাইদহ শহরের বিপুল কুমার মজুমদারের মেয়ে এবং জমিলা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, পূজা মজুমদারকে বেশ কিছুদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল বখাটে লিটু। এছাড়া ফেসবুকেও বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিতো। এক পর্যায়ে সে তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় সন্ধ্যায় লিটু বাসায় এসে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহত পূজাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, বখাটে যুবককে আটকের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
. . . . . . . . .