প্রেমের ফাঁদে ঝালকাঠীতে পুলিশের জালে দূর্ধর্ষ ডাকাত
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০১৬, ২:৩১ অপরাহ্ণপ্রেমের জাঁল পেতে ঝালকাঠির রাজাপুর ও ভান্ডারীয়া থানায় খুন-ডাকাতিসহ একাধিক মামলার আসামী দূর্ধর্ষ ডাকাত জামাল হোসেন ওরফে ছোট্ট (৩০) কে বরিশালের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে পাকড়াও করেছে পুলিশ। রাজাপুর থানার এক মহিলা কনেষ্টবল দিয়ে প্রেমের ফাঁদে ফেলে বুধবার বিকেলে রাজাপুরের কানুদাসকাঠি গ্রামের মোঃ ফজলুল হক হাওলাদারের ছেলে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য জামাল হোসেন ছোট্ট কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
পুলিশ জানায়, রাজাপুরের চারাখালী বাজারে সম্প্রতি সাবেক পুলিশ কর্মকর্তা শাহজাহান তালুকদারের বাড়ীতে ডাকাতি ঘটনার মূল পরিকল্পনাকারী হেলালকে আটকের পর সে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেয়। হেলালের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বরিশলের নিউ সার্কুলার রোড থেকে উক্ত ডাকাতীতে জড়িত আরো দুই সদস্য আলতাফ ওরফে রুটি আলতাফ ও সৈয়দ রিপনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ছোট্ট ডাকাতের মোবাইল নম্বর সংগ্রহ করে পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের এক নারী সদস্যকে দিয়ে প্রেমের জাঁল পাতে।
এরপর গত একমাস ধরে রাজাপুর থানার নারী পুলিশ সদস্য ছোট্ট ডাকাতের সাথে প্রেমের অভিনয় চালাতে থাকে। এক পর্যায় ছোট্ট ডাকাত তার মোবাইল প্রেমিকার সাথে দেখা করার জন্য অনুরোধ করলে সে রাজী হওয়ায় গত ১৯ অক্টোবর বুধবার বিকালে বরিশাল নথুল্লাবাদ বাসষ্ট্যান্ডে আসতে বলে।
অন্যদিকে বরিশাল গোয়েন্দা পুলিশের সহযোগীতায় রাজাপুর থানা পুলিশ নথুল্লাবাদ বাসষ্ট্যান্ডের চারপাশে অবস্থান নেয়। ইতিমধ্যে পুলিশের নারী কনেষ্টবল নিয়ে নির্ধারিত স্থানে পৌছে ফোন দিলে জামাল হোসেন ওরফে ছোট্ট ডাকাত সেখানে পৌছানো মাত্রই অভিযানে চালিয়ে তাকে আটক করা হয় বলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই নজরুল ইসলাম জানায়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ হারুন অর রশিদ জানায়, গ্রেপ্তারকৃত জামাল হোসেন ওরফে ছোট্ট ডাকাতের বিরুদ্ধে রাজাপুর-ভান্ডারীয়া থানায় সহ বিভন্নি থানায় খুন- ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বৃহস্পতিবার পুলিশ তাকে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ডের আবেদন জানিয়েছেন।
. . . . . . . . .