পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেনি র্যাব : আইজিপি

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০১৬, ৯:২২ পূর্বাহ্ণর্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশের বিরুদ্ধে কোনও ধরনের অভিযোগ করা হয়নি বলে জানিয়েছেন আইজিপি একেএম শহীদুল হক।
বৃহস্পতিবার পুলিশ সদর দফতরের বিডি পুলিশ হেল্প লাইন শীর্ষক অ্যাপস উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
আইজিপি বলেন, র্যাব পুলিশেরই অংশ। পুলিশের বিরুদ্ধে র্যাব যদি কোনো অভিযোগ করতে চায়, তাহলে আমার (আইজিপি) কাছেই করতে হবে। সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর করা তাদের এখতিয়ারে নেই। তারা আমাকে বিষয়টি (পুলিশ-র্যাব দ্বন্দ্ব) জানিয়েছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে।
সম্প্রতি ‘র্যাব সদস্যদেরকে পুলিশ হেনস্থা করছে, দায়ী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে’ বলে র্যাব মহাপরিচালক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।
এ বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, কোনও অভিযোগ করতে চাইলে তা আইজিপি বরাবরই করতে হবে। সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করা যাবে না।
. . . . . . . . .