হবিগঞ্জে তাজিয়া মিছিলে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০১৬, ৯:৪৩ অপরাহ্ণহবিগঞ্জ সদর উপজেলার সুলতানশীতে তাজিয়া মিছিলের সময় বিদ্যুৎস্পৃষ্টে নাজির মিয়া নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় অন্তত ১০ জন আহত হন।
বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নাজির মিয়া সদর উপজেলার লস্করপুর গ্রামের আজহার উল্লার ছেলে।
এদিকে সদর উপজেলার তেঘরিয়া মোকামের তাজিয়া মিছিল শেষে ফেরার পথে জমি দিয়ে দৌঁড়ানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশত লোক আহত হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রতিবছরের মতো এবারো সুলতানশী হাবিলী থেকে বুধবার বিকেলে তাজিয়া মিছিল বের করা হয়। মিছিলটি ওই এলাকা প্রদক্ষিণ শেষে সন্ধ্যায় সুলতানশী হাবিলীতে ফিরছিল। পথিমধ্যে সুলতানশীর ডোবাখাল এলাকায় বাঁশ দিয়ে রাস্তার বৈদ্যুতিক তার সরানোর সময় একটি তার ছিড়ে যায়। এতে অন্তত ১১ জন আহত হয়।
আহতদের আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হলে নাজির মিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
অপরদিকে তেঘরিয়া মোকাম থেকে বুধবার বিকেলে তাজিয়া মিছিল বের করা হয়। মিছিল শেষে ফেরার সময় ওই গ্রামের মর্তুজ আলীর ছেলে সুজন দৌঁড়ে হাসান মিয়ার জমির উপর দিয়ে যাচ্ছিল। এ নিয়ে হাসান ও সুজনের মাঝে বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে উভয়েরপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়। এর মাঝে গুরুতর আহত অবস্থায় কমপক্ষে ৩০ জনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট নিহত কিশোরের মরদে উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে নিহতের কেউ অভিযোগ দেয়নি। সংঘর্ষের বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমানে দুই গ্রামের পরিস্থিতি শান্ত আছে। . . . . . . . . .