মাধবপুরে পারাবত ট্রেনে আগুন, সিলেট রুটের ট্রেন চলাচল বন্ধ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০১৬, ১২:০৫ অপরাহ্ণমাধবপুর প্রতিনিধি::
ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন ও ৩টি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় রেলের ৩টি বগিও লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে পুরো দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শুক্রবার সকাল ১০টার দিকে হবিগঞ্জের মাধবপুরে নোয়াপাড়া রেল স্টেশনে এ ঘটনা ঘটে। ঘটনার পর মাধবপুর উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নিরঞ্জন এই ঘটনা নিশ্চিত করে বলেন, “তিন বগি পুড়ে গেছে , উদ্ধার তৎপরতা চলছে তবে কোন যাত্রী আহত হন নাই, দুএকজন সামান্য আঘাত পেয়েছেন।”
তিনি বলেন, “এই ঘটনার সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে”।
জানা যায়, প্রথমে ইঞ্জিনে আগুন ধরে যায়। পরে তা আরও ৩টি বগিতে ছড়িয়ে পড়ে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। . . . . . . . . .