৩১ বছরের মধ্যে সর্বনিম্নে পাউন্ডের দাম
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০১৬, ১০:৪১ পূর্বাহ্ণগণভোটে ব্রিটেনের জনগণ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়া বা ব্রেক্সিটের পক্ষে রায় দেয়ার পর বর্তমানে ৩১ বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় পড়েছে দেশটির মুদ্রা ‘ব্রিটিশ পাউন্ড’। প্রতি মার্কিন ডলারের বিপরীতে গতকাল (মঙ্গলবার) পাউন্ডের বিনিময় মূল্য ১ দশমিক ২৭৭৮ ডলারে নেমে যায়।
গত রোববার দেশটির প্রধানমন্ত্রী তেরেসা মে এক বিবৃতিতে জানান, তার সরকার আগামী বছরের মার্চে ইইউ থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার কাজ শুরুর পরিকল্পনা নিয়েছে। এরপরই পাউন্ডের বড় ধরণের পতন ঘটলো। ডলারের বিপরীতে মঙ্গলবার একদিনেই পাউন্ডের দর পতন হয়েছে ১ দশমিক ২ শতাংশ।
প্রসঙ্গত পাউন্ডের বিনিময় হারে প্রথম ধাক্কা লাগে গত জুনে। ব্রিটেনের গণভোটে ব্রেক্সিটের পক্ষে রায় আসার পর সে সময়ে পাউন্ডের ব্যাপক দরপতন হয়েছিল। এর আগে ১৮৯৫ সালে ১ পাউন্ডের বিপরীতে ডলারের মূল্য দাঁড়িয়েছিল ১ দশমিক ২৭৯৬ ডলার।
ডলারের পাশাপাশি ইইউ অঞ্চলের অভিন্ন মুদ্রা ইউরোর বিপরীতেও দর হারিয়েছে পাউন্ড। গতকাল ইউরোর বিপরীতে পাউন্ডের বিনিময় মূল্য কমেছে দশমিক ৯ শতাংশ। সূত্র : গার্ডিয়ান, ফাইন্যান্সিয়াল টাইমস, বিবিসি, দ্য স্টার
. . . . . . . . .