কানাইঘাটে ভারতীয় বিড়িসহ যুবক আটক
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ৩:৩৯ অপরাহ্ণকানাইঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেট জেলার কানাইঘাট থানা পুলিশ ৪২ হাজার পিস ভারতীয় নাসির বিড়িসহ কানাইঘাট বাজারের এক চোরা কারবারী এক যুবককে আটক করেছে।
বুধবার সকাল ১১টার দিকে থানার এস.আই অজিত কুমার তালুকদার ও এএসআই তোলা মিয়ার নেতৃত্বে একদল পুলিশ কানাইঘাট মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত শাহীন আহমদ (২৫) পৌরসভার দুর্লভপুর গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে।
শাহীন আহমদ দীর্ঘদিন থেকে কানাইঘাট বাজারে নাসির বিড়ি বিক্রি করে আসছিল। এ ঘটনায় শাহীন আহমদের বিরুদ্ধে কানাইঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর তাকে পুলিশ আদালতে সোপর্দ করেছে।
. . . . . . . . .