মৌলভীবাজার পৌরসভার ৭৯ কোটি টাকার বাজেট ঘোষণা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০১৬, ১:৩৫ অপরাহ্ণমৌলভীবাজার পৌরসভার ২০১৬-২০১৭ অর্থ বছরের জন্য ৭৯ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে পৌর জনমিলন কেন্দ্রে জনসম্মুখে এ বাজেট পেশ করেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান।
এ অর্থ বছরের জন্য পৌরসভার সার্বিক আয় ধরা হয়েছে ৭৯ কোটি ৩১ লাখ ১১ হাজার ৬শত ৩২ টাকা ৯৮ পয়সা। আয় অনুপাতে উল্লেখিত টাকার ব্যয়ও দেখানো হয়েছে। পেশকৃত বাজেটে পৌর/পানির কর, মার্কেট ভাড়া, রাজস্ব খাতে অনুদান, বস্তিবাসীর ক্ষুদ্রখাত সহ অন্যান্য খাত থেকে আয় দেখানো হয়েছে ৯ কোটি ৯৮ লাখ ৩২৩ হাজার ২৬ টাকা। বাকি অর্থের সংস্থান হবে সরকারি বরাদ্দসহ বিভিন্ন দাতা সংস্থার অনুদান থেকে।
বাজেট অধিবেশনে অথিতি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক মো: আজিজুর রহমান, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, উপজেলা চেয়ারম্যান মো: মিজানুর রহমান মিজান, সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন, সৈয়দ মোস্তাক আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, মিলন বখত, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাহিদ হোসেন প্রমুখ।
বাজেট অধিবেশনের মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলরসহ নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।
. . . . . . . . .