জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে লিডিং ইউনিভার্সিটির ছাত্রকে বিদেশ পালানোর সময় ঢাকায় আটক!
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০১৬, ১০:৩১ পূর্বাহ্ণএ নিয়ে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে লিডিং ইউনিভার্সিটির ৩ ছাত্রকে গ্রেফতার করলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রবিবার দিবাগত রাত ১১টার সময় ঢাকা থেকে মাহবুব ইকবালকে সিলেট কোতোয়ালী থানায় নিয়ে আসা হয়।
সূত্র জানায়- মাহবুব ইকবাল মুন্না মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিল। গত শনিবার মালয়েশিয়ায় যাওয়ার প্রাক্কালে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ তাকে সিলেটে নিয়ে আসে।
২০১১ সালে মদন মোহন কলেজের সামনে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের লিফলেট বিতরণকালে পুলিশের হাতে আটক হয় মুন্না। এরপর জেল খেটে সে জামিনে মুক্ত হয়।
সিলেট কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদ জানান- মাহবুব ইকবাল মুন্নার বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। বেশ কিছুদিন আগে বন্দরবাজার জামে মসজিদের সামনে লিফলেট বিতরণকালে হিযবুত জঙ্গিরা র্যাবের উপর হামলা চালিয়েছিল। এ হামলার সাথেও মুন্না জড়িত ছিল বলে প্রমান পাওয়া গেছে।
মাহবুব ইকবাল মুন্না ২০১৫ সালের এপ্রিল থেকে লিডিং ইউনিভার্সিটিতে অনুপস্থিত ছিল বলে জানা গেছে।
এর আগে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান অমি ও মাসুদুর করিম চৌধুরীকে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
. . . . . . . . .