বাহুবলে নকল আকিজ বিড়িসহ যুবক আটক
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০১৬, ৩:২৪ অপরাহ্ণবাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পুটিজুরী বাজারে ১০ হাজার নকল অাকিজ বিড়ি ও প্রায় ২০ কেজি নিষিদ্ধ পলিথিন সহ এক যুবককে অাটক করেছে জনতা।
বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে পুটিজুরী বাজার থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার বাউসা ঈমাম বাউওইর গ্রামের মৃত রেশম উল্লার পূত্র অাকতার মিয়া (৩৫) কে অাকিজ টোব্যাকোর এসঅার সালা উদ্দিন পুটিজুরী বাজারের জন সাধারনের সহযোগীতায় অাটক করেন।
অাটক অাকতার দীর্ঘদিন যাবৎ নবীগঞ্জ ও বাহুবলের বিভিন্ন বাজারে নকল অাকিজ বিড়ি, নিষিদ্ধ পলিথিন ও বিভিন্ন নকল পন্য ভ্যান গাড়ি দিয়ে বিক্রি করে অাসছে।
জনতার হাতে অাটক হওয়ার পর অাকতার জানায়, নবীগঞ্জের ইনাতগঞ্জ এলাকার ছইদুল মিয়া নামে এক লোক তাকে দিয়ে এ অবৈধ কাজ পরিচালনা করছে।
এতে নিন্মমানের তামাকে জন সাধারনের মারাত্বক ক্ষতি সাধিত হচ্ছে, অন্য দিকে সরকারের লক্ষ লক্ষ টাকা ইনকাম ট্যাক্স ফাকি দেয়া হচ্ছে। পরে অাটক অাকতার মিয়াকে বাহুবল থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় অাকিজ টোব্যাকো বাদী হয়ে মামালার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মনির হোসেন করাঙ্গীনিউজকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
. . . . . . . . .