ওসমানীনগরের গুলিবিদ্ধ মালেককে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০১৬, ১১:৫৫ অপরাহ্ণওসমনানীনগর (সিলেট) প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরের গুলিবিদ্ধ মালেকের অবস্থা আশংকাজনক। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গত শুক্রবার রাতে তাকে ঢাকা শেরেবাংলা নগরস্থ পঙ্গু হাসপাতারে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
পঙ্গু হাসপাতালে অবস্থানরত গুলিবিদ্ধ মালেকের ভাই সাহেন মিয়া জানান, গুলির আঘাতে মালেকের পায়ের হাড় একাধিক স্থানে ভেঙ্গে কয়েক টুকরো হয়ে যাওয়ার কারণে ওসমানী মেডিকেল হাসপাতালের চিকিৎসকরা তাকে ঢাকা পঙ্গু হাসপাতারে স্থানান্তর করেন। গুলিবিদ্ধ হবার পর থেকে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মালেক আগের চেয়ে আরো বেশী দুর্বল হয়ে পরেছেন বলেও তিনি জানান।
উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে উপজেলার সাদীপুর ইউপি নির্বাচনে পরাজিত প্রার্থী আ’লীগ নেতা কবির উদ্দিনের স্বজনরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সাদীপুরের ইব্রাহিমপুরে মালেক ও তার ভাইদের ওপর হামলা চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে মালেকসহ তার আরো দুই ভাই আহত হয়। ঘটনার পর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গুলিবিদ্ধ মারেকের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাতেই ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।
. . . . . . . . .