জঙ্গিরা হচ্ছে মানুষ ও দেশের শত্রু : ড. একেএম মোমেন
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০১৬, ৯:৩৬ অপরাহ্ণডেস্ক রিপোর্ট : জাতীসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একেএম মোমেন বলেন, জঙ্গিরা কোন ধর্মের নয়, কোন দলের নয়, এরা হচ্ছে মানুষ ও দেশের শত্রু। এরা সন্ত্রাসী। এদেরকে দমন করতে দেশের সর্বস্থরের মানুষকে এগিয়ে আসতে হবে। আপনাদের ঘরে-বাইরে আপনারা ভালো অবস্থায় থাকতে পারবেন না। তাই আপনাদের এক বাক্যে স্বীকার করতে হবে জঙ্গিবাদ আমাদের ধর্মের নয়। জঙ্গিবাদ অবশ্যই সমূলে দেশ থেকে উৎখাত করতে হবে।
দেশব্যাপী জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ মোকাবেলায় করণীয় বিভিন্ন শ্রেণী ও পেশাজীবিদের নিয়ে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শুক্রবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট মহানগর যুবলীগের আহŸায়ক আলম খান মুক্তির সভাপতিত্বে ও যুগ্ম আহŸায়ক মুশফিক জায়গীরদারের পরিচালনায় সমাবেশ বিশেষ অতিথির বক্তব্য রাখেন- যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ড. আহমদ আল কবীর, মহানগর আ’লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এডভোকেট বেলাল হোসাইন, যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, মহানগর আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ওয়েছ খসরু, সম্মিলিত সাংস্কৃতি জোটের সাধারণ সম্পাদক শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, বিএমএ সদস্য ডা. আজিজুর রহমান রুম্মান, মেট্রোপলিন চেম্বার অব কমার্স এর পরিচালক ইফতেখার হোসেন হুরায়রা, সাংবাদিক আবুল মোহাম্মদ, আওয়ামীলীগ নেতা এসএম নুনু মিয়া, কাউন্সিলার সালেহ আহমদ সেলিম, অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল, ৪নং খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান এড. আফছর আহমদ, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহমদ, ডা. মোহাম্মেদ হুসেন রবিন প্রমূখ।
. . . . . . . . .