কিছু লোক দু’চার পেগ খেয়ে উল্টাপাল্টা বলা শুরু করেন
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০১৬, ৫:৩২ অপরাহ্ণবাংলাদেশের কিছু মানুষের কারণে বিশ্ববাসীর কাছে দেশের বদনাম হচ্ছে। কিছু লোক বিভিন্ন পার্টিতে যান দুই-চার পেগ খেয়ে বাংলাদেশ সম্পর্কে উল্টাপাল্টা কথা বলা শুরু করেন। এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সৌদি আরব, জাপান ও বুলগেরিয়া সফর নিয়ে বুধবার দুপুরে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
প্রধনমন্ত্রী বলেন, ‘যারা ইসলামের কথা বলে হত্যা করে তারা প্রকৃত ইসলামকে বিশ্বাস করে না। কারণ ইসলাম কাউকে হত্যার কথা বলেনি। মাত্র অল্পকিছু সংখ্যক লোকের কারণে সারাবিশ্বের মুসলিম উম্মার বদনাম হচ্ছে।’
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘সব গুপ্তহত্যার ধরন একই রকম। তারা বিভিন্ন সময় বিভিন্ন নামে আত্মপ্রকাশ করে। বিভিন্ন জন দায় স্বীকার করে। যারা দেশের অগ্রগতি চায় না, তারাই এখন টার্গেট কিলিং চালাচ্ছে। যারা প্রকাশ্যে বলে- বৃষ্টির মতো গুলি কর, মরলে শহীদ, বাঁচলে গাজী।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এ হত্যাকাণ্ডের ধরন দেখেই বলা যায়, কারা এ হত্যাকাণ্ড চালাচ্ছে। তারা এমনভাবে সফট টার্গেটে কিলিং করছে, যেন বিশ্ববাসী এ নিয়ে কথা বলে। যারা দেশের অগ্রগতি চায় না, তারাই আসলে এ হত্যাকাণ্ড চালাচ্ছে।’
তিনি বলেন, ‘সরকারও বসে নেই। হত্যাকারীদের ধরতে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। হত্যাকারীদের ধরতে আমি দেশবাসীরও সহযোগিতা কামনা করেছি। আমি দেশবাসীকে আহ্বান জানাবো মানুষ পুড়িয়ে হত্যার সময় যেভাবে প্রতিরোধ করেছেন এবার গুপ্ত হত্যাকারীদের বিরুদ্ধেও যেন প্রতিরোধ গড়ে তোলেন। এসব হত্যার বিষয়ে সরকারের অবস্থান কঠোর।’
সব হত্যাকাণ্ডের সময় বিএনপি-জামায়াতকে জড়িয়ে আপনার (প্রধানমন্ত্রীর) বক্তব্য রাজনৈতিক বলে সমালোচনা হচ্ছে- সাংবাদিকদের এমন মন্তব্যের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘এ দুইটি দলই জঙ্গি ও সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত। বাংলাদেশের এ পর্যন্ত যেসব গুপ্তহত্যা হয়েছে, যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তারা কোনো না কোনোভাবে এ দল দুটির (বিএনপি-জামায়াতের) সঙ্গে জড়িত, এটা প্রমাণও হচ্ছে। যারা আমার বক্তব্যেকে রাজনৈতিক মনে করেন, আমি যদি প্রশ্ন করি তারা এ দল দুটিকে বাঁচানোর চেষ্টা করছেন তাহলে কী বলবেন?’
তিনি বলেন, ‘আমার বক্তব্যের কারণে প্রকৃত অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছে, যারা এমনটা বলেন- তাদেরকে বলবো কারা ছাড়া পাচ্ছেন, তাদের নাম-ঠিকানা পাঠিয়ে দেন। আমরা তাদের বিচার করবো।’
বিএনপিকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, ‘যারা খুনদের চাকরি দিয়ে পুরস্কৃত করছে, তাদের সম্পর্কে এতো ভালো ধারণা করার কারণ কী?’ . . . . . . . . .