জনকণ্ঠের সম্পাদকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা চলবে
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০১৬, ১১:০২ অপরাহ্ণজনকণ্ঠের সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদসহ ৬ জনের বিরুদ্ধে করা নির্যাতিতা নারীর ছবি ও পরিচয় পত্রিকায় প্রকাশের মামলার ওপর দেয়া স্থগিতাদেশ তুলে নিয়েছে হাইকোর্ট। ফলে আদালতে মামলাটির বিচারিক কার্যক্রম চলবে বলে জানিয়েছে আইনজীবীরা।
সোমবার হাইকোর্টের বিচারপতি এমদাদুল হক ও এসআরএম নাজমুল আহসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
নির্যাতিতা নারীর পক্ষে আদালতে শুনানি করেন হেলাল উদ্দিন মোল্লা। দৈনিক জনকণ্ঠের পক্ষে ছিলেন শাহজাদা আল অমিন।
এ প্রসঙ্গে সহকারী অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান বলেন, ২০০২ সালে রাজধানীর রমনা থানায় জনকণ্ঠ সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদসহ ছয়জনের বিরুদ্ধে এক নারী ওই মামলা করেন। জনকণ্ঠে প্রকাশিত কোনো একটি প্রতিবেদনের প্রেক্ষাপটে মামলাটি করা হয়।
. . . . . . . . .