রডের বদলে বাঁশ: সেই প্রকৌশলী বরখাস্ত
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০১৬, ১০:৫৯ অপরাহ্ণবিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকারের সকল অন্যায় অত্যাচার এবং দেশের স্বার্থ পরিপন্থি কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ করাই হচ্ছে ইলিয়াস আলীর অপরাধ। তিনি বলেন, সরকার ইলিয়াস আলীকে ভয় পায় একারণে তাকে গুম করে রেখেছে। তিনি বলেন, আমরা এখন পদে আছি পথে নেই, পদ খুঁজি কিন্তু পথে যাইনা। আর ইলিয়াস আলীর পদ থাকুক কিংবা নাই থাকুক সে রাজপথে থাকতো। ইলিয়াস আলী সরকারের গোয়েন্দাদের কাছে আছে দাবি করে তিনি অবিলম্বে তাকে তার মা, স্ত্রী, সন্তানদের কাছে ফিরিয়ে দেয়ার দাবী জানান।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে এম ইলিয়াস আলীর সন্ধানে ঢাকাস্থ সিলেট জাতীয়তাবাদী ছাত্র ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপার্সনের উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ শাখাওয়াত হোসেন জীবন, কেন্দ্রীয় সদস্য এডভোকেট আবেদ রাজা, ডাঃ রফিক চৌধুরী, ছাত্রদলে সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, ছাত্রদল সভাপতি রাজীব আহসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক আপ্যায়ন সম্পাদক সিলেট জেলা বিএনপি নেতা মামুনুর রশীদ মামুন, স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান মিজান প্রমুখ। সিলেটের বিএনপি নেতা মামুনুর রশীদ মামুন (চাকসু) এর বক্তব্যের রেশ ধরে প্রত্যেক বক্তাই বিএনপির পক্ষ থেকে ইলিয়াস আলীর জন্য কর্মসূচী না দেওয়ায় ক্ষোভে প্রকাশ করেন এবং কেন্দ্রীয় বিএনপিতে ইলিয়াস আলীর অবস্থান পরিষ্কার করার আহবান জানান।
সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি মোহন মিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন।
. . . . . . . . .