কুয়ারপারের ঘটনায় কোতয়ালীর ওসির প্রত্যাহার চায় স্বেচ্ছাসেবক লীগ

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০১৬, ৮:৫৪ পূর্বাহ্ণনগরীর কুয়ারপারে শনিবার রাতে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রদল নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এসএমপি’র কোতয়ালী মডেল থানার ওসি সুহেল আহমদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে তার প্রত্যাহার চেয়েছে স্বেচ্ছাসেবক লীগ। রোববার নগরীতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে সংগঠনের নেতা-কর্মীরা ২৪ ঘন্টার মধ্যে ওসির প্রত্যাহার দাবি করেন।
রোববার বিকেলে সিলেট জেলা পরিষদের সম্মুখ থেকে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুরমা পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন,ওসি সুহেল জামায়াত-বিএনপির সাথে আঁতাত করে চলছেন। ওসি সুহেলের প্রত্যক্ষ মদদে নগরীর কুয়ারপাড়ে ছাত্রদল নেতা সামাদের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়েছে। এতে আহত হন দলীয় নেতা-কর্মীরা। ছাত্রদলের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীদের উপর ওসির নির্দেশে পুলিশ গুলিও চালায় বলে অভিযোগ করেন তারা।
ওসি সুহেলকে ২৪ ঘন্টার মধ্যে কোতোয়ালী থানা থেকে প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন বক্তারা।
মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মুহিব উস সালাম রিজভীর সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফসার আজিজ, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা গোলাম কিবরিয়া মাসুক, পিযুষ কান্তি দে, অরুণ দেবনাথ সাগর, এমদাদ রহমান, মকবুল হোসেন জাবেদ, মাসুক আহমদ, সারোয়ার আলম মিথুন প্রমুখ।
শনিবার রাতে সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফসার আজিজ ও ছাত্রদল নেতা আব্দুস সামাদের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে কোতয়ালী থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৩ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে ৪টি রামদাও উদ্ধার করা হয়।
. . . . . . . . .