ধর্ষণ-নির্যাতন চলছেই : এবার গণধর্ষণের শিকার এক গৃহবধূ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০১৬, ৯:৫৫ পূর্বাহ্ণনিউজ ডেস্ক:
বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরী গণধর্ষণের ঘটনার একদিন পর রাজশাহীতে বৃহস্পতিবার রাতে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী এলাকায় গণধর্ষণের ঘটনাটি ঘটে।
গৃহবধূকে রাতে গুরুতর অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক)হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)ভর্তি করা হয়েছে। ভর্তির কয়েক ঘণ্টা পর তিনি সংজ্ঞা ফিরে পান।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে গৃহবধু বাসায় স্বামীর ফেরার অপেক্ষায় ছিলেন। এসময় এলাকার চার বখাটে গৃহবধুর স্বামীকে খোঁজার অজুহাতে বাসায় প্রবেশ করে।
তারা হঠাৎ গৃহবধূর হাত পা ও মুখ বেঁধে ফেলে এবং পালাক্রমে ধর্ষণ করে। এক পর্যায়ে গৃহবধূ অচেতন হয়ে পডে। এসময় বাসার মালিক ঘটনা টের পেয়ে চিৎকার দিলে বখাটেরা দেয়াল টপকে পালিয়ে যায়।
পরে খবর পেয়ে স্বামী ছুটে আসেন। বাসার মালিক ও তার স্বামী গৃহবধুকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
রামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূকে তার স্বামী হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে আসেন। হাসপাতালে ভর্তির সময় গৃহবধূ অচেতন ছিল।
দ্রুত তাকে নির্যাতিত নারীদের চিকিৎসা ও আইনী সহায়তা সেল- হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)ভর্তি করা হয়। চিকিৎসার পর গভীর রাতে গৃহবধূর জ্ঞান ফিরে আসে।
পুলিশ সদস্যরা জানান, গৃহবধু ধর্ষকদের নাম পরিচয় বলতে পারেননি। তবে দেখলে চিনতে পারবেন বলে জানিয়েছেন।
ওসিসি সূত্রে জানানো হয়েছে, ধর্ষণের শিকার গৃহবধুর শারিরীক অবস্থার কিছুটা উন্নতি হলে গোদাগাড়ী থানায় ওসিসির পক্ষ থেকে অভিযোগ পাঠানো হবে।
এর আগে গত বুধবার রাতে নগরীর একটি হোটেলে এক কিশোরী গণধর্ষণের শিকার হন। এই কিশোরীও বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন আছেন।তবে কোনো ধর্ষককে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি।
. . . . . . . . .





