বয়সের চাপে আমি এখন সতর্ক থাকতে পারি না: অর্থমন্ত্রী
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০১৬, ১০:২৮ পূর্বাহ্ণদৈনিক প্রথম আলোতে প্রকাশিত তাঁর সাক্ষাৎকারের বক্তব্যে পত্রিকাটি ‘সাক্ষাৎকারের বাইরেও’ অফ দ্যা রেকর্ড যে সব কথা হয়েছে সেগুলোও ছাপিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এ প্রসঙ্গে প্রকাশিত সাক্ষাৎকারটি ‘গ্রহণযোগ্য নয়’ বলেও মন্তব্য তাঁর।
শুক্রবার (১৮ মার্চ) প্রকাশিত প্রথম আলোয় অর্থমন্ত্রীর সাক্ষাৎকারভিত্তিক প্রধান প্রতিবেদনের শিরোনাম ছিল ‘বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি, কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা জড়িত’।
সাক্ষাৎকারে অনেক খোলামেলা কথা অর্থমন্ত্রীর বরাত দিয়ে প্রকাশিত হবার পর দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হয়।
প্রথম আলো সম্পাদকের উদ্দেশে একটি চিঠি পাঠিয়েছেন অর্থমন্ত্রী, তাতে তিনি লিখেছেন, “সোহরাব হোসেন ও ফখরুল ইসলাম হারুন গতকাল ১৭ মার্চ আমার সঙ্গে অনেকক্ষণ বসে একটি সাক্ষাৎকার নেন। সেখানে সাক্ষাৎকারের বাইরেও নানা বিষয় আলোচিত হয় এবং অনেক বিষয়ে আমি সাবধান করে দেই যে তা প্রকাশিতব্য নয়।
গভর্নর আতিউর রহমান ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন বিস্ফোরক মন্তব্য করেছেন প্রবীণ মন্ত্রী মুহিত। বলেছেন, বাজেট ব্যবস্থাপনায় গত সাত বছরে তিনি যা করেছেন, সে ব্যাপারে এই মুহূর্তে তার চেয়ে ‘বিশেষজ্ঞ দ্বিতীয় ব্যক্তি’ পৃথিবীতে নেই।
প্রতিবাদ চিঠিতে তিনি আরও বলেন, “সচরাচর আমার পূর্ব নির্ধারিত কোনো সাক্ষাৎকার গ্রহণ করা হলে তার খসড়াটি সাক্ষাৎকারীরা আমাকে দেখে দিতে প্রদান করেন এবং আমার সম্পাদিত সাক্ষাৎকারই সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়।”
তিনি লিখেছেন, “এই সাক্ষাৎকারে বিশেষ করে প্রতিভাত হলো যে, বয়সের চাপে আমি এখন সদা সতর্ক থাকতে পারি না।”
সাক্ষাৎকারটি যে ‘চূড়ান্ত অনুমোদন ছাড়া’ প্রকাশিত হয়েছে এবং এর বক্তব্য যে মন্ত্রীর কাছে ‘গ্রহণযোগ্য নয়’, তা শনিবার ‘প্রথম পৃষ্ঠায় বড় হরফে’ জানিয়ে দিতে প্রথম আলো সম্পাদককে ‘অনুরোধ’ করেছেন মুহিত।
. . . . . . . . .