আমি জুনায়েদ, কোনো মন্ত্রী মিনিস্টার আমার কিছু করতে পারবে না
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০১৬, ৮:৫৮ পূর্বাহ্ণজুনায়েদ নামের এক ছেলে তারই বন্ধু নুরুল্লাহকে মারধরের ঘটনায় ফুঁসে উঠেছে সোশ্যাল মিডিয়া। রবিবার থেকে ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এই ভিডিও। ভিডিওতে দেখা গেছে জুনায়েদ আল ইমদাদ নামের এক তরুণ মোহাম্মদ নুরুল্লাহ নামের আরেক ছেলেকে বেধড়ক মারধর করতে থাকে। ১০ মিনিটের এই ভিডিওতে জুনায়েদের মারধরের পাশাপাশি দম্ভোক্তি প্রকাশ পেয়েছে। পুরো ভিডিওটি ধারণ করা হয়েছে ধানমণ্ডি লেক এলাকায়।
জুনায়েদ বার বার লাফিয়ে লাফিয়ে লাথি মারতে থাকে নুরুল্লাহ নামের ছেলেটিকে। একই সাথে বলতে থাকে ”আমি জুনায়েদ, জুনায়েদ। কোনো মন্ত্রী-মিনিস্টার আমার কিছু করতে পারবে না।”
আসলে কি হয়েছে?
জুনায়েদ নামের ওই তরুণের অভিযোগ নুরুল্লাহ তার প্রেমিকাকে নিয়ে বাজে কথা বলছে। অথচ নুরুল্লাহ বারবার বলছে সে এমনটি বলে নি। কিন্তু জুনায়েদ তার কথা শুনতে অপারগ। সে নেশাগ্রস্থের মতো একের পর এক লাথি, চড় থাপ্পড় মেরেই যাচ্ছে। একই সাথে তার এক বন্ধু (যে ভিডিও করছে) তাকে কাছে এসে ভিডিও করতে বলছে। জুনায়েদের একই কথা সে কেন খারাপ কথা বলেছে। কিন্তু নুরুল্লাহ কোনো প্রতিবাদ না করে শুধু জুনায়েদকে বোঝানোর চেষ্টা করছে সে আসলে মেয়েটির নামে কোনো বাযে কথা বলে নি। ভিডিওর শেষ প্রান্তে রিজভি নামের আরেক ছেলের প্রসঙ্গ আসলে সেখানে জুনায়েদ নেশাগ্রস্থের মতো বলতে থাকে ‘আমি জুনায়েদ, জুনায়েদ…। কোনো মন্ত্রী মিনিস্টার আমার কিছু করতে পারবে না।’
ইতোমধ্যে জুনায়েদের বিরুদ্ধে দাঁড়ানো নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ইভেন্ট খোলা হয়েছে যেখানে জুনায়েদকে কীভাবে শায়েস্তা করা যায় তার পরিকল্পনাও শুরু হয়েছে। এই পাল্টাপাল্টি অবস্থানে বারবারই তাদের কমন বন্ধু মেয়েটির নামও আসছে।
এই ভিডিও ছড়িয়ে পড়ার পরে আরেকটি ভিডিও আপলোড করা হয়েছে। যেখানে জুনায়েদ বলছে, সে রাগের মাথায় ভুল করে ফেলেছে এবং তার বাড়ি গেণ্ডারিয়া এলাকায়। অডিওর আরেকপ্রান্তের ব্যক্তির পরিচয় না পাওয়া গেলেও তিনি ধানমণ্ডি এলাকার সেটা জানা যায়। তিনি জুনায়েদকে ক্ষমা চেয়ে (অ্যাপোলজি) ভিডিও আপ করতে বলেন। এরপর সোমবার একটি ‘অ্যাপোলজি’ ভিডিও আপ করা হয়, যেখানে জুনায়েদ শিকার করে, এভাবে মারা ঠিক হয় নাই। তবে সেই ছেলেটি জুনায়েদের সঙ্গে যে কাজ করেছে সেটাও ঠিক করে নাই।
সোশ্যাল মিডিয়ায় বিভিন্নজন এই ভিডিওর বিরুদ্ধে বিভিন্ন কথা বলে যাচ্ছেন। তবে অধিকাংশরাই বেছেন জুনায়েদ নেশাগ্রস্থ তরুণ। এই ধরনের বিপথগামী তরুণদের রাজধানীর যেখানে সেখানে মাস্তানি করতে দেখা যায়। এই বিষয়ে ধানমন্ডি থানার পক্ষ থেকে জানানো হয়েছে আক্রমণকারী ওই তরুণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভিডিও : ভিডিও দেখতে ক্লিক করুন——
https://youtu.be/cZyiGQHKCdA . . . . . . . . .