আজ তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করতে যাচ্ছে ইসি

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০১৬, ৮:৪৮ পূর্বাহ্ণতৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার এ ধাপে সারাদেশের ৭১১টি ইউপির তফসিল ঘোষণা করা হতে পারে। এর আগে ইসির ঘোষিত দু’ধাপে ৯৩ জন বিনাভোটে চেয়ারম্যান হওয়ার পথে আছেন। এর মধ্যে প্রথমধাপে ৬২জন আর দ্বিতীয় ধাপে আছেন ৩১জন। প্রথমধাপে বিএনপির প্রার্থী নেই ১১৯টি ইউপিতে, দ্বিতীয় ধাপে ৭৫ ইউপিতে প্রার্থী দিতে পারেনি দলটি।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. সামসুল আলম বলেন, তফসিল ঘোষণা অনুমোদনের জন্য কমিশনে ফাইল উপস্থাপন করা হয়েছে।
কমিশনের চূড়ান্ত করা তফসিল অনুযায়ী তৃতীয় ধাপে ভোট অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল। মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ সময় আগামী ২৭ মার্চ। ২৯-৩০ মার্চ মনোনয়নপত্র বাছাই করবেন রিটার্নিং অফিসাররা। ৩১ মার্চ থেকে ২ এপ্রিল আপিল দাখিল, ৩-৫ এপ্রিল আপিল নিষ্পত্তির সময় নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৬ এপ্রিল, ৭ এপ্রিল চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।
. . . . . . . . .