সিলেটের মেয়ে ডেইজি সারোয়ার উচ্ছেদ করলেন ঢাকার হকার!
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ১০:২৯ পূর্বাহ্ণঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩১, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিলেটের জিন্দাবাজারের মোতালিব ভিলার বাসিন্দা ডেইজি সারোয়ার গত দু’দিন ধরে ফুটপাত থেকে হকার উচ্ছেদে নেমেছেন। সোমবার তিনি উচ্ছেদ অভিযান শুরু করেন।
মঙ্গলবার দ্বিতীয় দিনে দিনভর হকার উচ্ছেদ অভিযান চলাকালে তার সাথে এসে যোগ দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকও। দু’দিন ধরে ডেইজি সারোয়ারের হকার উচ্ছেদ কার্যক্রমে শতাধিক হকার উচ্ছেদ করে ফুটপাত অবৈধ দখর মুক্ত করা হয়েছে।
হকার উচ্ছেদ অভিযানে ডেইজির আওতাধীন তিনটি ওয়ার্ডের অন্তর্গত আসাদ এভিনিউ, আসাদ গেট, টাউন হলসহ অন্যান্য এলাকা থেকে হকার উচ্ছেদ করা হয়।
প্রসঙ্গত, সিলেটের মেয়ে ডেইজি সারোয়ার ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। রাজনৈতিকভাবে তিনি আওয়ামী যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। . . . . . . . . .