প্রথম আলো ও ডেইলি স্টার বন্ধ করে ‘মাইনাস টু’ কার্যকরের দাবি ওলামা লীগের
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৩৯ পূর্বাহ্ণডেইলি স্টার ও প্রথম আলো বন্ধ এবং ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামকে গ্রেফতারের দাবি জানিয়েছে ওলামা লীগসহ সমমনা ১৩ দল।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী মাওলানা মুহাম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী এসব ঘোষণা দেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এক-এগারোর সময় মাহফুজ আনাম গং দেশকে বিরাজনীতিকরণের ষড়যন্ত্রে মেতেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক মিথ্যা সংবাদ প্রকাশ করেছিল ডেইলি স্টার ও প্রথম আলো।
মাহফুজ আনামের বিচার দাবির পাশাপাশি তারা ডেইলি স্টার ও প্রথম আলোর প্রকাশনা বন্ধ করার দাবি জানান।
তারা বলেন, সরকারের প্রতি আমাদের দাবি এ দুটি দৈনিক বন্ধ করে মাইনাস টু কার্যকর করুন।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মাওলানা নূর মুহাম্মদ আহাদ আলী সরকার, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ আবদুস সাত্তার, বঙ্গবন্ধু ওলামা ফাউন্ডেশনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ নাফেয়ী প্রমুখ।
. . . . . . . . .